ফের আর্থিক প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত কেন্দ্রের

0 0
Read Time:1 Minute, 50 Second

নিউজ ডেস্ক:- করোনা পরিস্থিতির জন্য গোটা দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে। লকডাউনের শুরু থেকেই কেন্দ্রীয় সরকার একের পর এক আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল দেশের অর্থনীতির অবস্থা ঠিক রাখার জন্য। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে দিনে দিনে।

সমীক্ষা অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতি প্রায় ১০.৩ শতাংশ সংকুচিত হবে। গত মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও জানিয়েছে ভারতের অর্থনীতি সংকুচিত হবে ৯.৫ শতাংশ। গত বছর অক্টোবর মাসে জিএসটি বাবদ আয় ছিল ৯৬ হাজার ৩৭৯ কোটি টাকা। চলতি বছরের অক্টোবরে জিএসটি সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ১৫৫ কোটি টাকা। ৩১শে অক্টোবর পর্যন্ত ৮০ লক্ষ জিএসটি রিটার্ন দাখিল হয়েছে। তাই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে গতকাল অর্থাৎ রবিবার কেন্দ্রীয় অর্থসচিব অজয় ভূষণ জানিয়েছেন যে, ফের আর্থিক প্যাকেজ ঘোষণার কথা ভাবছে কেন্দ্র। অর্থনীতির হাল ফেরাতে শিল্পপতি, বাণিজ্যিক সংস্থা ও বিভিন্ন মন্ত্রকের পরামর্শ নিচ্ছে কেন্দ্র। কিন্তু কোন তারিখে বা কোন সময়ে এই প্যাকেজ শুরু হবে সেই সব কিছু এখনও জানা যায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!