প্রথম দিল্লি, পঞ্চম মুম্বাইয়ের

0 0
Read Time:3 Minute, 43 Second

নিউজ ডেস্ক (অনামিকা নন্দী): সন্ধে সাতটায় শুরু হবে আইপিএলের মেগা ফাইনাল। উত্তেজনা তুঙ্গে। প্রথমবার জিততে মরিয়া দিল্লি ক্যাপিটালস। মুখোমুখি চারবার আইপিএলের খেতাব জেতা মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিহাস বলছে, জেতার সম্ভাবনা দিল্লি ক্যাপিটালসের। তবে শুধুমাত্র সম্ভাবনা। বদলে যেতে পারে যে কোনো মুহূর্তে।

এদিনের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপে থাকছেন কুইন্টন ডি কক, সূর্য কুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড। বোলিংয়ে ঝড় তোলার জন্য থাকছেন বুমরাহ। দুই দলই ভুলেও, কোন ভুল না করার চেষ্টা করবে আজ। চারবার আইপিএলের খেতাব জিতে থাকলেও, এদিনের ম্যাচ জিততে মরিয়া মুম্বাই শিবির। প্রথমবার ফাইনালে আসা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে, ফের খেতাব নিজেদের মাথায় সাজাতে জোরদার অনুশীলন চলছে মুম্বাই ইন্ডিয়ান্সের।

অন্যদিকে প্রথম প্রচেষ্টা যা’তে বৃথা না যায়, সেই উত্তেজনায় দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে থাকছেন রাবাদা আর এনরিখ। সেইসঙ্গে শিখর ধাওয়ান, স্টইনিস, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ। দিল্লি শিবিরে ব্যাটিংয়ে ভরসা জাগিয়েছে শিখর ধাওয়ান। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে স্টইনিসের দুর্দান্ত পারফরম্যান্সও আশা জাগিয়েছে দিল্লি শিবিরে।

চারবার অভিজ্ঞতাপূর্ণ চ্যাম্পিয়ন্সের সঙ্গে ম্যাচে, প্রথমবার ফাইনালে এসে নিজেদের কামাল দেখাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস। তবে ইতিহাস বলছে, জেতার সম্ভাবনা প্রবল রয়েছে শ্রেয়াস আইয়ারদের। ইতিহাসের পুনরাবৃত্তি! না নতুন কিছু ঘটবে আজকে! তা জানা নেই। তবে প্রত্যেক লিপ ইয়ারে হওয়া আইপিএলের ফাইনালে, জিতেছে প্রথম বার ফাইনালে আসা কোন দল। দেখতে গেলে ২০০৮ সালের লিপ ইয়ারে বিজেতা হয়েছে রাজস্থান রয়্যালস। ২০১২ সালের লিপ ইয়ারে যেখানে সবাই ধরে নিয়েছিল জিততে চলেছে চেন্নাই সুপার কিংস। সেখানে বিজেতা হয়েছে কেকেআর। এরপর ২০১৫ সালে আরসিবিকে হারিয়ে বিজেতা সানরাইজার্স হায়দরাবাদ। এবার ২০২০-র আইপিএলে প্রথম বার ফাইনালে যাওয়া দিল্লি ক্যাপিটালস, তাই আশা জাগাচ্ছে সকলের মনে। তবে পুরোটাই শুধু সম্ভাবনা।

দেখার এবার প্রথমবার ফাইনালে এসে নিজেদের প্রমাণ করতে পারে কিনা দিল্লি! চারবার আইপিএলের খেতাব জেতা চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে, নিজেদের মাথায় জয়ের তাজ তুলে ধরতে পারে কিনা দিল্লি ক্যাপিটালস! বলবে আজকের ম্যাচ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!