ভোটের আগেই নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী

0 0
Read Time:1 Minute, 48 Second

নিউজ ডেস্ক: একদিকে বিহার ভোটের ফলাফল অন্যদিকে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তেখালিতে সভা করলেন পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি মঞ্চ থেকে জানিয়েছেন যে এই মঞ্চে দাঁড়িয়ে তিনি কোনো রাজনীতি করবেন না। তিনি জনসাধারণকে আরো মনে করিয়ে দেয় যে ২০০৩ সাল থেকে তিনি নন্দীগ্রামে আসছেন। তিনি কোন নতুন লোক নন। এমনকি নন্দীগ্রামের মানুষ এর কাছে আপন। তিনি আরো যোগ করেছেন যে, জীবনের ঝুঁকি নিয়ে তিনি এখানে এসে লড়াই করেছিলেন। এই আন্দোলন শুধু তার একা ছিল না। ছিল স্বতঃস্ফূর্ত। তিনি আরো জানিয়েছেন যে, এই কর্মসূচি কোন নতুন কর্মসূচির নয়। ১৩ বছরের এক পুরনো কর্মসূচি। ভূমি উচ্ছেদ কমিটির নামে তিনি কখনোই ভোট চাননি। বিরোধীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, যাদের এই মুহূর্তে নন্দীগ্রামের কথা মনে পড়ছে, ভোটের পরে যেন তারা ভুলে যায়। যদি ভোটের আগে আসে, তাহলে ভোটের পরেও আসতে হবে এখানে। নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা করতে চলেছে এবার তৃণমূল। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!