লন্ডন থেকে শুভেচ্ছাবার্তা চিমা ওকোরির

0 0
Read Time:2 Minute, 23 Second

নিউজ ডেস্ক (প্রীতি বসাক): এটিকে-মোহনবাগান (ATK-Mohun Bagan) ও এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) অভিষেকের আগে, লন্ডন থেকে শুভেচ্ছাবার্তা পাঠালেন চিমা ওকোরি। যিনি ডার্বির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

লন্ডন থেকে তিনি ফোন করেছিলেন। কলকাতার দুই প্রধান দলের উদ্দেশ্যে বলেছেন, “আমি এখনও খবর রাখার চেষ্টা করি মোহনবাগান ও ইস্টবেঙ্গল সম্বন্ধে। খুব খুশি হয়েছিলাম শুনে মোহনবাগান ও ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলবে। আমি নিশ্চিত দুটো ক্লাবই সফল হবে আইএসএলে। মনে রাখবেন ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল-মোহনবাগানের থেকে বেশি সাফল্য আর কারও নেই। এই দুটো ক্লাব বরাবরই নতুন চ্যালেঞ্জ নিয়েছে আর তাতে সফল হয়েছে।” এছাড়াও তিনি বলেছেন, “বিউটিফুল মেমোরিস। সেই সমস্ত দিন ভোলা যায় না। আমি ভাগ্যবান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দু’দলের জার্সি পরেই খেলেছি। কী করে ভুলি সেই সমর্থকদের। দর্শকরা যখন ‘চিমা চিমা’ বলে চিৎকার করত নিজে থেকেই সেরাটা বেরিয়ে আসত। আমি চাই সমর্থকরা এই নতুন সফরেও নিজেদের দলের পাশে থাকুক।”

তাঁর মতে, ডার্বিই হল ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ফিক্সচার। তিনি বলেছেন, “আমি বহু ডার্বিতে খেলেছি। জানি দু’দলের সমর্থকদের কাছে এই ম্যাচটা ঠিক কতটা স্পেশ্যাল। নিঃসন্দেহে ডার্বিই হল ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ফিক্সচার। হতে পারে কোনও দল হয়তো একটু বেশি শক্তিশালী। কিন্তু ডার্বিতে কোনও ফেভারিট হয় না। দিনের দিনে যে দল ভাল খেলবে তারাই জিতবে।” তিনি কেমন আছেন জানতে চাওয়ায় তিনি শুধু বললেন, “আমার নাম চিমা ওকোরি। আমি সব সময় ভাল থাকি!”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!