বাঁকুড়ার সভা থেকে CPI(M) ও BJP-কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

0 0
Read Time:1 Minute, 21 Second

নিউজ ডেস্ক: বাঁকুড়ার সভা থেকে CPI(M) ও BJP-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “CPI(M) লোভী, BJP হল ভোগী কিন্তু তৃণমূল হল ত্যাগী৷ লোকসভা ভোটের সময় জগাই-মাধাই-গদাই এক হয়েছিল৷ CPI(M)-এর হার্মাদরাই আজ রং পরিবর্তন করে BJP হয়েছে৷” তিনি আরও বলেন, “আমায় জেলে পুরবে, পুরুক। জেলে বসেও নির্বাচনে লড়ব, জিতব। চ্যালেঞ্জ করে যাচ্ছি।”

তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, “তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে৷ লোভী হওয়া চলবে না৷ মানুষের পাশে দাঁড়াতে হবে৷” তাই লোভী-ভোগীদের পাল্লায় তৃণমূল কর্মীদের না পড়ার পরামর্শ দেন তিনি৷ বলেন, “কেউ কেউ ভাবছেন এখন থেকে লাইনটা করে রাখি, বাই চান্স যদি ক্ষমতায় চলে আসে৷ চান্সই নেই তো বাইচান্স৷ বাঁকুড়ার এক একটা আসন বুঝে নেব৷ একটাতেও BJP বা CPI(M) থাকবে না৷” এছাড়া তিনি এও বলেছেন যে, তিনি চমকানি – ধমকানিতে ভয় পান না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!