সাবালিকারা যার সঙ্গে খুশি থাকতে পারেন, দিল্লি হাইকোর্ট

0 0
Read Time:2 Minute, 47 Second

নিউজ ডেস্ক: লাভ জিহাদ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ রায় শোনাল দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাংঘি এবং রাজনীশ ভাটনগর। বিচারপতিরা বলেন,কোন প্রাপ্ত বয়স্ক মহিলা যেখানে খুশি, যার সঙ্গে খুশি থাকতে পারবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে লাভ জিহাদ প্রসঙ্গে এই ধরনের রায়ে তোলপাড় দেশীয় রাজনীতি।

বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে লাভ জিহাদের বিরুদ্ধে আইন করতে চলছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। দিল্লি হাইকোর্টের বিচারপতিরা নির্দিষ্ট করে বলে দিয়েছেন, প্রাপ্তবয়স্ক মহিলার ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করানো সম্ভব নয়।

প্রসঙ্গত গতবছর অগাস্ট মাসে উত্তর প্রদেশের সালামাত আনসারী নামে এক মুসলিম যুবক, প্রিয়াঙ্কা খারওয়ার নামে এক হিন্দু তরুণীকে বিবাহ করেন। প্রিয়াঙ্কার বাবা-মা সালামাত এর বিরুদ্ধে মামলা করেছিলেন। এলাহাবাদ হাইকোর্ট ওই মামলা বাতিল করে দিয়েছে। হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ বলেছে, ” কারো ব্যক্তিগত সম্পর্কে বাধা দেওয়া যায় না। কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। দুজন মানুষের পরস্পর পরস্পরকে বেছে নেওয়ার স্বাধীনতা আছে। প্রিয়াঙ্কা সালামাতকে বিবাহের আগে ধর্মান্তরিত হন। এবং তার নাম হয় আলিয়া। বিয়ের পরই প্রিয়াঙ্কার বাবা-মা সালামতের বিরুদ্ধে এফআইআর করেন। এবং অভিযোগ আনেন বিয়ের সময় মেয়েটি ছিল নাবালিকা। তাই সালামতের বিরুদ্ধে কঠোর পকসো আইনে মামলা করা হয়। এরপরই এফআইআর বাতিল করার জন্য সালামাত কোর্টে আবেদন করেন। এলাহাবাদ হাইকোর্টের ১১ ই নভেম্বর তার পিটিশন শোনে। এরপর বিচারপতি বলেন, ” কোন ব্যক্তি যে ধর্মেরই মানুষ হোক না কেন, তিনি নিজের খুশিমতো জীবন যাপন করতে পারবেন। প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!