পাওনা টাকা না পাওয়ার অভিযোগে চিঠি জিতেন্দ্রর

0 0
Read Time:2 Minute, 15 Second

নিউজ ডেস্ক: রাজ্যের জন্যই আসানসোল স্মার্ট সিটি হওয়ার থেকে বঞ্চিত হচ্ছে, চিঠিতে জানালেন আসানসোল পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। গতকাল মেয়র ফিরাদ হাকিমকে চিঠি লিখে এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন।

চিঠিতে জিতেন্দ্র জানিয়েছেন, স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পাঠানো ২০০০ কোটি টাকা পেয়েছে আসানসোল পুরনিরগম। আবার অন্যদিকে, বর্জ্য অপসারণের জন্য কেন্দ্র সরকারের পাঠানো ১৫০০কোটি টাকা পায়নি আসানসোল। তিনি চিঠিতে জানিয়েছেন, রাজনৈতিক কারণেই রাজ্য সরকারের এই বৈষম্য। যার জেরে শহরের উন্নয়ন বাধা পাচ্ছে। রাজ্য সরকার তার প্রতিশ্রুতি দিলেও এখনও তা পূরণ করেনি।

প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারি আসানসোল ও রানিগঞ্জের দুটি পরিচলন কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এর কারন স্বরূপ তিনি জানান, সময়ের অভাবের জন্য এমন সিদ্ধান্ত।

জিতেন্দ্র তিওয়ারির এই চিঠিকে সমর্থন জানিয়েছেন আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, কেন্দ্রের কোনো প্রকল্পের টাকা রাজ্য পায় না তাই রাজ্য পিছিয়ে পড়েছে। জিতেন্দ্র তিওয়ারির উদ্দেশ্যে তিনি বলেছেন, সত্যি কথা বলার এই সাহস দেখানোর জন্য তাকে ধন্যবাদ। তাহলে বিধানসভা ভোটের আগে কি রাজনৈতিক পালা বদল করতে চাইছেন জিতেন্দ্র তিওয়ারি?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!