তৃণমূলে যোগদান করছেন বাবুল সুপ্রিয়?

0 0
Read Time:2 Minute, 2 Second

নিউজ ডেস্ক: ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে চলছে দলবদলের হাওয়া। একের পর এক তৃণমূল সাংসদ , বিধায়কেরা বিজেপিতে যোগদান করছে। তারই মধ্যে এবার ছড়াল আরও এক খবর, আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নাকি তৃণমূলে যোগদান করছেন। তারপর থেকেই খবরটি সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছরিয়ে পরতে শুরু করে।

যার সত্যতা যাচাই করতে সবর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় স্বয়ং নিজে। তিনি নিজের ফেসবুকে পোস্ট করে স্পষ্ট জানিয়েদিলেন, পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। এটি তৃণমূলের আইটি সেলের কাজ বলেও অভিযোগ করলেন তিনি।

তিনি ফাসবুকে লেখেন , এই ভুয়ো খবরটি ছড়ানোর পর থেকে তার কাছে একাধিক ফোন আসতে শুরু করেছে। সকলেই জিজ্ঞাসা করছেন, খবরটি সত্যি কি না। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে লিখলেন, আরে ভাই ফেক নিউজ বানাবি একটু সাবধানে বানা। কয়েকদিন যাবত এবিপির লোগো বদলে গিয়েছে সেটা তোরা খেয়াল করলি না। প্রসঙ্গত, পোস্টটি এবিপির ব্রেকিং নিউজ দিয়েছে এমন ভাবে এডিট করা হয়েছে।

তিনি আরও জানান, তিনি রাজনীতি ছেড়ে দেবেন তা ভালো কিন্তু কখনওই তৃণমূলে যোগদান করবেন না। মনে – প্রাণে তৃণমূলকে তিনি ঘৃণা করেন। যতদিন না আরব সাগরে তৃণমূলকে ডোবাতে পারছেন ততদিন তিনি খোলা হাওয়ায় নিশ্বাস নিতে পারছেন না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!