নেতাজিকে সম্মান দেওয়ার বিষয়ে , নেতাজি কন্যার মতামত

0 0
Read Time:1 Minute, 38 Second

নিউজ ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত রত্ন সম্মান দেওয়া হোক, এমনটা চাইছেন না নেতাজির মেয়ে অনিতা বসু ফ্যাফ৷ নিজেদের মতামত যে ভারত সরকারকেও তাঁরা জানিয়ে দিয়েছেন, তাও স্পষ্ট করেন তিনি৷

তিনি বলেন, ‘এত দেরিতে নেতাজিকে ভারত রত্ন দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি রয়েছে৷ সম্মান, মর্যাদার দিকে নেতাজির থেকে পিছিয়ে থাকা অনেককে এই সম্মান দিয়ে দেওয়া হয়েছে৷ ভারত রত্ন প্রাপকদের তালিকায় প্রথম কয়েকজনের মধ্যে নেতাজির নাম থাকলে তা যথার্থ হত, কিন্তু এখন আর তা দেওয়ার মানে হয় না৷’

২০১৬ সালে নেতাজি সম্পর্কিত যে গোপন ফাইল প্রকাশিত হয়েছিল, তা থেকে জানা গিয়েছিল নেতাজিকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার প্রস্তাব তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও৷ ওদিকে, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকার যে কমিটি গঠন করেছে, তাকে স্বাগত জানিয়েছেন কন্যা অনিতা৷ এমনকি কলকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস রাখার বিয়য়কেও স্বাগত জানিয়েছেন তিনি৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!