ঐতিহাসিক গুরুত্ব প্রজাতন্ত্র দিবসের

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্ক: প্রথমে ২৬ শে জানুয়ারি দিনটিকে পালন করা হত স্বাধীনতা দিবস হিসেবে। মূলত ১৯২৯ সালে পন্ডিত জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়ার পরপরই ২৬ শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীকালে যখন ২০০ বছরের ব্রিটিশ শাসনের হাত থেকে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করল, তখন থেকেই এই দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা হারায়।

১৯২৯ সালের বর্ষশেষে দেশের জওহরলাল নেহেরুর নেতৃত্বে ‘পূর্ণ স্বরাজের’ শপথ ঘোষণার পর ১৯৩০ সাল থেকে ২৬ জানুয়ারিকেই স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল। তবে ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙে ভারত যেদিন বাস্তবেই স্বাধীনতার মুখ দেখল সেইদিনটি ছিল ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট। যার ফলে বদল হয়েছিল ২৬শে জানুয়ারির গুরুত্ব।

১৯৫০ সালে অর্থাৎ স্বাধীনতার ঠিক আড়াই বছর পরে এই দিনে অর্থাৎ ২৬ শে জানুয়ারিতে কার্যকর হল ভারতীয় সংবিধান। তখন থেকেই ২৬ শে জানুয়ারি স্বাধীনতা দিবসের অভিধা বদলে দেশে পালিত হল প্রজাতন্ত্র দিবস। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও থাকছে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। এমনকী যাত্রাপথের দৈর্ঘ্যও অনেকটা কমিয়ে দেওয়া হয়। এমনকী রাজপথে দর্শকের সংখ্যাও অনেকটাই কমিয়ে আনা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!