কেন্দ্রের বাজেটকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীর

0 0
Read Time:2 Minute, 24 Second

নিউজ ডেস্ক: আজ কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। আজ সেই বাজেটকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাজেট সম্পর্কে বলতে গিয়ে বললে, অর্থমন্ত্রী তিনি সভামঞ্চে যাওয়ার আগে প্লেনে এ বাজেট সম্পর্কে কথা বলছিলেন। তখন তিনি অমিত মিত্রকে বাজেট সম্পর্কে জিজ্ঞেস করলে অমিত মিত্র সংক্ষেপে ইংরেজিতে কয়েকটি কথা বলেছিলেন, ডিজগাইজড, ক্যামোফ্লেজড টু ডিজিট দ্যা পিপল। যাকে বাংলা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, “ভেকধারী সরকারের ফেকধারী বাজেট”।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অর্থমন্ত্রী অমিত মিত্র দেশ বিদেশের অনেক জটিল বাজেট সম্পর্কে ভালো বোঝেন তাই, অর্থমন্ত্রীর থেকে পরামর্শ নিয়েছিলেন দেশের বাজেট সম্পর্কে। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন , এই বাজেট সম্পূর্ণভাবে মনগড়া ছাড়া আর কিছুই নয় কারণ প্রতিদিনই তেলের দাম অর্থাৎ পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে। সেই দিকে হুশ নেই তাদের। জনগণের ওপর করের বোঝা চাপিয়েই চলেছে। যদিও আজ অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বলেছেন, পেট্রোল ও ডিজেলের দাম আর বাড়বেনা। কারণ অন্ত শুল্ক কমিয়ে এডজাস্ট করা হবে।

এরপর মুখ্যমন্ত্রী বলেছেন এই বাজেট একেবারেই জনবিরোধী। একে একে ট্রেন, বিমান বন্দর সবই বিক্রি করে দিচ্ছে বেসরকারির হাতে। যার ফলে মানুষের জীবন বীমা অনিশ্চিত হয়ে গেল। এরপর মুখ্যমন্ত্রী বললেন মানুষকে আলুসিদ্ধ ভাত ছাড়া আর বুঝি কিছুই খেতে দেবে না এই বিজেপি সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!