নতুন বোতলে কোকা-কোলা

0 0
Read Time:1 Minute, 39 Second

নিউজ ডেস্ক: প্লাস্টিক দূষণ রুখতে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করল coca-cola সংস্থা। এবার থেকে প্লাস্টিকের বোতলে নয় কাগজের বোতলে পাওয়া যাবে কোকাকোলা। তবে বোতল কাগজের হওয়ায় অনেকেই প্রশ্ন করতে পারেন পানীয় থাকলে তা ভিজে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে জানা যাচ্ছে এক ধরনের মোটা কাগজ দিয়ে তৈরি হবে বোতলটি এবং ভিতরে পলিথিন এর পাতলা আবরণ থাকবে যা সহজে আবার পূর্ণ ব্যবহার করা যাবে। এই বোতল তৈরিতে Coca-Cola ডেনমার্কের The Paper Bottle Company (Paboco)-র সঙ্গে হাত মিলিয়েছে। তবে ভারতে এই কাগজের বোতলে কোকাকোলা আসতে বেশ কিছুদিন সময় লাগবে। প্রথমে ইউরোপের দেশ গুলিতে চালু করা হচ্ছে কোকা-কোলার এই উদ্যোগ।

কোকাকোলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গত ১১ ফেব্রুয়ারি এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। যার ক্যাপশন দেখা যায়, Our Paper Bottle Prototype- A Step Forward – লেখাটা। সেখানেই কাগজের বোতল প্রস্তুত করার কথা ভাবার কথা ঘোষণা করা হয় কোম্পানির পক্ষ থেকে। AdeZ দিয়েই ইয়োরোপের বাজারে কাগজের বোতলের হাতেখড়ি হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!