‘তসম’ এর অষ্টম তম বার্ষিক অনুষ্ঠান -‘ফ্যাশন ফিয়েস্তা ৩’

0 0
Read Time:3 Minute, 30 Second

নিউজ ডেস্ক(দেবশ্রী মুখার্জী): ‘ তসম’এখন সুপরিচিত একটি ফ্যাশন ব্র্যান্ড। রেশমি সুতার কারুকার্যে তৈরি পুরুষদের জন্য পাঞ্জাবী, ধুতি ,প্রিন্ট কোট,ও এর সাথে ছোটদের জন্য ও রূপান্তরকামীদের জন্য লঞ্চ হল ডিজাইনার পোশাক’তসম’ এর অষ্টম তম বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। গতকাল২০শে ফেব্রুয়ারি ২০২১ ‘ফ্যাশন ফিয়েস্তা ৩ ‘ অনুষ্ঠিত হলো আই .সি. সি আরে।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। ইন্দো-ওয়েস্টার্ন রাউন্ড , সেলিব্রিটি রাউন্ড,এরকম কয়েকটি পর্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি বৃন্দ অভিনেত্রী পাপিয়া অধিকারী, সংগীতশিল্পী ঋদ্ধি সেন ,অভিনেতা জয় বদলানি, বাংলাদেশ হাইকমিশনের উপপ্রধান তৌফিক হোসেন, পন্ডিত মল্লারঘোষ ,চিত্রপরিচালক পারমিতা মুন্সি, সংগীতশিল্পী লাজবন্তী রায় ,আইসিসিআর এর প্রাক্তন অধিকর্তা গৌতম দে, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রা’ তসম’এর কর্ণধার প্রমিত মুখার্জির তৈরি পোশাকে ramp walk করেন । মোট ১০ জন মডেল ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যারা মডেল নন তারাও ramp walkকরেন ।


‘তসম’ এর কর্ণধার প্রমিত মুখার্জি বলেন- ইন্দ- ওয়েস্টার্ন পোশাকের চিন্তাভাবনা তার আসে ট্রান্সজেন্ডার দের কাছ থেকে ।তিনি ভবিষ্যতে এদের সাথে আরো অনেক কাজ করতে চান কেননা সমাজ এদের নিয়ে খুব একটা ভাবে না তাই তাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক বানিয়ে, তাদের দিয়ে ramp walk করিয়ে সমাজে একটি বিশেষ জায়গা করে দিতে চান। তিনি আরো বলেন যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসতে চান স্কুল কলেজের ছাত্র-ছাত্রী তাদের জন্য ভবিষ্যতে তিনি র্্যমপে জায়গা করে দেবেন।
অভিনেত্রী পাপিয়া অধিকারী জানালেন প্রমিতের পোশাকে নিজেকে অন্যরকম ভাবে দেখতে পেয়ে তার খুবই ভালো লেগেছে।


সমগ্র অনুষ্ঠানে থিম মিউজিক করেছেন পন্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠানের শেষে কোভিড পরিস্থিতিতে যারা সমাজের হয় কাজ করেছিলেন তাদের কে বিশেষ সম্মানিত করেন ডিজাইনার প্রমিত মুখার্জি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মডেল সপ্তমী ব্যানার্জি। অনুষ্ঠানটির কোরিওগ্রাফার ছিলেন পায়েল বর্মা। লেডিস পোশাক ডিজাইন করেছেন ‘সানসা’র কর্ণধার পূজা কাপুর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!