পার্থ চট্টোপাধ্যায়ের নিজের এলাকায় ধাক্কা

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্ক: বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর নিজের এলাকা বেহালা পশ্চিম এবার ভাঙ্গন ধরালো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার বেহালার বীরেন রায় রোড সংলগ্ণ মুচিপাড়া মোড়ে বিজেপি’র এক পথসভা ছিল। যেখানে শিক্ষামন্ত্রী এলাকা থেকে প্রায় এক ঝাঁক তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগদান করে। এই সভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এখানে দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল যুব সংগঠনের সহ-সভাপতি মৈনাক চট্টোপাধ্যায়সহ ৩৫০ জন কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করে। সেখান থেকেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমাকে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে লড়তে ভবানীপুর থেকে হেলিকপ্টারে মাননীয়া নন্দীগ্রামে আসবেন। তিনি আরো জানিয়েছেন, শুধু কেন্দ্রীয় সরকারের মিটিং মিছিল করব আর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ করব, এই রাজনীতি আর বাংলায় চলতে পারে না। গত ১০ বছরে মুখ্যমন্ত্রী এইভাবে রাজ্যকে পিছিয়ে দিয়েছেন। সবার আগে এই রাজ্যের সরকারকে উৎখাত করতে হবে। পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এখানে যিনি আছেন তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মাথায় তুলেছেন। আগের রাজ্যের শিল্পের অবস্থানকে বারোটা বাজিয়েছে। ক্লাস এইটের বইতে লেখা থাকছে, আকাশকে আসমান, জলকে পানি, মাকে আম্মু, মাসিকে ফুফু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!