আন্তর্জাতিক নারী দিবস পালনে PAGE 3 studio

0 0
Read Time:3 Minute, 4 Second

নিউজ ডেস্ক(দেবশ্রী মুখার্জী): কভিডের আতঙ্ক কিছুটা কাটিয়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান এখন সুসম্পন্ন হচ্ছে। সমাজ আবার নিজের ছন্দে ধীরে ধীরে ফিরছে। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর সম্মানে বিভিন্ন সামাজিক সংস্থা গুলি তাদের নিজস্ব ছন্দে নারী দিবস পালন করছে। এইরকম একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গতকাল ৭ই মার্চ ২০২১ নারীসন্মানের। PAGE-3 স্টুডিও(FAMILY SALON) ও গিনি এন্টারটেইনমেন্টের মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হল এক অনবদ্য সান্ধ্য সভা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বেগম ময়ূরাক্ষী, সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র, রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী, পেজ৩ কর্ণধার অর্পিতা দেবী, ও পরিচালক অমৃতা গুপ্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র জানান যে- নারী ,পুরুষের বৈষম্য সমাজে থাকবে।গ্রামের দিকে নারীরা আজও নির্যাতিত হয় ,গড়িয়া হাটের মোড়ে ১০বছরের মেয়েকেও হেনস্থা হতে হয়। নারী, পুরুষ এই লিঙ্গ ভেদাভেদে না গিয়ে সকলে মানুষ আর মনুষ্যত্বই আমাদের আসল পরিচয়। এই চিন্তাভাবনা থেকেই বোধহয় সমাজ আরও উন্নততর হবে।
অর্পিতা দেবী বলেন , মেয়েদের নিজের পরিচয় সব সময় গড়ে তোলা উচিত। সাংসারিক জীবনে থেকেও সমাজে নিজের আত্ম পরিচয় গড়ে তোলা খুবই প্রয়োজনীয় তবেই পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা সমান অধিকার পাবে। তিনি আরো বলেন তার বিউটি স্যালন কেবল সকলকে বাহ্যিক সুন্দর করে না তিনি অন্তরের সৌন্দর্য বৃদ্ধিতে ও সকলকে সাহায্য করেন। তিনি নিজেকে একজন বিউটিশিয়ান রূপেই আবদ্ধ রাখেননি , তিনি ‘প্রারম্ভ’ শট ফিল্মটির প্রযোজনা করেছেন। ছবিটির ডাইরেক্টর অমৃতা গুপ্ত জানান ছবিটির গল্প নারীকে ঘিরেই । অনেক নতুন মুখের সাথে এই ছবিতে কাজ করেছেন। নতুন প্রজন্মকে তিনি জায়গা করে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে।খুব শিগগিরই OTT প্লাটফর্মে সিনেমাটি দেখতে পাওয়া যাবে। অন্য আরেকটি শর্ট ফিল্ম খুব শিগগিরি আসছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!