নদীয়ায় প্রথম মহিলা নাট্যদলের সূচনা কৃষ্ণনগর সেন্ট্রামে

0 0
Read Time:5 Minute, 24 Second

নিউজ ডেস্ক: নদীয়া প্রথম নাট্য দলের সূচনা হলো কৃষ্ণনগরের সেন্ট্রামে। সম্পূর্ণ নারী সমাজের বিভিন্ন দিক তুলে ধরতেই এই নাটক দলের সূচনা। কেউ গৃহবধু, কেউ শিক্ষিকা, কেউ খেটে খাওয়া রোজগেরে, জীবনের চড়াই উৎরাই পেরিয়ে সমাজের সাথে যুদ্ধ করতে হচ্ছে বাঁচার তাগিদে। মেয়ে হয়ে সমাজে বাঁচতে গেলে প্রতিদিন জীবনকে হাসিমুখে সমাজের কুশিক্ষা, কুপ্রথা, কুকথা ও অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় মেয়েদের। আর সেইসব মেয়েদের কথা উপস্থাপিত হলো জীবনের ঐক্যতান প্রযোজিত নাটক ” একটু আগুন দে”। নাটকটি নির্দেশনা করেন শুভ্রা রায় আর সহযোগীতা করেন জীবনের ঐক্যতানের সদস্যবৃন্দরা।

“এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ-রস-সুধা গন্ধ সুনির্মল”…৮ ই মার্চ ২০২১, কৃষ্ণনগর সেন্ট্রামে জীবনের ঐকতান আন্তর্জাতিক নারী দিবস পালন করল। মাননীয় নির্মল সান্যাল মহাশয়ের প্রদীপ প্রজ্জ্বলনের সাথে জীবনের ঐকতানের সদস্যাদের “এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়”আর জীবনের ঐকতানের ছোটদের ফুল-চন্দনে অতিথিদের বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হল।’জাগো নারী জাগো বহ্নিশিখা’ সংগীতের মাধ্যমে নারী শক্তিকে আহ্বান জানালেন সব সদস্যারা।নৃত্যের তালে তালে নারী শক্তিকে চিরদিন ডানা মেলে ওড়ার ডাক দিল ছোটরা। সম্মাননীয় নাট্য ব্যক্তিত্ব শ্রীমতি শিখা সান্যাল (কৃষ্ণনগর), শ্রীমতি দীপান্বিতা বনিক দাস(গোবর ডাঙা), দ্বিজেন্দ্র সংগীত শিল্পী শ্রীমতি লিলি ঘোষ(কৃষ্ণনগর) উত্তরীয়, ফুল, মানপত্র, দুর্গা মূর্তি, মিষ্টি দিয়ে সম্বর্ধনা জ্ঞপন করেন এবং নাট্য ব্যক্তিত্ব শ্রীমতি রত্না দত্ত(কৃষ্ণনগর) অসুস্হ থাকায় তার বাড়ি গিয়ে সম্বর্ধিত করে আসেন জীবনের ঐকতানের সদস্যাগন।অন্যান্য সদস্যারা নৃত্য,গান,স্বরচিত কবিতা পাঠ করেন। শ্রীপৎ সিং কলেজের অধ্যাপিকা মাননীয়া ডঃ দেবযানী ভৌমিক নারীদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচকের পদ অলংকৃত করেন।সকলের বক্তব্য এবং জীবনের ঐকতানের সাথে থাকবার অঙ্গীকার আমাদের চলার পথকে সুদৃঢ় করে।উপস্হিত ছিলেন মাননীয় ডক্তার যতন রায় চৌধুরী, শান্তিপুর কলেজের অধ্যাপিকা মাননীয়া শুচিস্মিতা সান্যাল, কৃষ্ণনগর রূপকথা, সেতু, সিঞ্চন, থিয়াস, নাট্যগোষ্ঠীর মাননীয় তৃষিথ মৈত্র, অসীমানন্দ রায় , শুভ্রদ্বীপ প্রামানিক,মুখর প্রামানিক, কুট্টি প্রামানিক, মৌসুমি গোস্বামী, তমা সরকার, সেন্ট্রামের অধিবাসীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। শেষে পরিবেশিত হয় নাটক “একটু আগুন দে”।রচনা- নির্দেশনায় শুভ্রা রায়। অংশগ্রহনে- কৃষ্ণা মন্ডল,অসীমা দেব,রাজশ্রী ঘোষ,রাশিয়া মন্ডল,সোমাশ্রী শীল চৌধুরী,সংঘমিত্রা রায় চৌধুরী,মল্লিকা রায়,প্রজ্ঞা পারমিতা ঘোষ এবং সুস্মিতা রায়।নাটক শেষে অতিথি বর্গের নাটক সংক্রান্ত আলোচনা এবং প্রশংসা জীবনের ঐকতানের সদস্যাদের নাটক করার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়।উপচে পরা দর্শকদের সামনে তারা বলে ওঠে আমরাও পারি আমরাও পারবো আমাদের যে পারতেই হবে।দর্শকাসন – মঞ্চ সব একাকার হয়ে যায়, তৈরি হয় এক সুন্দর মুহুর্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবনের ঐকতানের সভানেত্রী পিয়া চৌধুরী…জীবনের ঐকতানের সকল সদস্যারা ৮ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে নয় , চায় আন্তর্জাতিক সচেতনতা দিবস হিসেবে পালন করতে… সকল নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে…”গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!