ক্রিক প্লে ২০২১

0 0
Read Time:2 Minute, 14 Second

নিউজ ডেস্ক(দেবশ্রী মুখার্জী): শ্রী অঙ্কিত সাউ ও ‘দা জংশন হাউজের’ কর্ণধার শ্রী রাজ রায়ের প্রধান উদ্যোগে রাজারহাটের এন .কে ডি.এ. ক্রিকেট স্টেডিয়ামে আজ ২০শে মার্চ অনুষ্ঠিত হয়ে গেল কর্পোরেট ক্রিকেট নট আউট, ক্রিক প্লে। এই ক্রিকেট টুর্ণামেন্টে মোট ১২ টি টিম অংশগ্রহণ করে। বিজেতা টিম পুরস্কার হিসেবে প্রায় ৫০,০০০ টাকা জ্যাকসন হাউস এর পক্ষ থেকে এবং চাইল্ড হেলথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে পায় আরও ১৫,০০০ টাকা। রানার টিম পায় ২৫,০০০ টাকা ।

এই কর্পোরেট ম্যাচটির বিশেষত্ব হল এখানে আজকে ভিযুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে দৃষ্টিহীন খেলোয়াড়দের দুটি টিম ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে । বিজেতা টিম এখানে ৪০০০ টাকা পুরস্কার পায়। এই কর্পোরেট ক্রিকেট ম্যাচে বিশেষভাবে সক্ষম ক্রিকেট প্লেয়ারদের প্ল্যাটফর্ম করে দিয়ে অঙ্কিত ও রাজ সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছেন যে, সামাজে এরা সঠিক সুযোগ সুবিধা পেলে অন্যদের মতো নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে।খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় কে মেডেল দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়।অঙ্কিত ও রাজের এই অভিনব প্রয়াসকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা সাধুবাদ জানান। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে এই ধরনের ক্রিকেট ম্যাচ করার ইচ্ছা প্রকাশ করেন অঙ্কিত সাউ ও রাজ রায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!