সিটি নেটওয়ার্কের প্লেটপ ম্যাজিক সেট টপ বক্স

0 0
Read Time:2 Minute, 13 Second

দেবশ্রী মুখার্জী: গতকাল কলকাতার এক নামীদামী হোটেলে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল সিটি নেটওয়ার্ক লিমিটেডের প্লে টপ ম্যাজিক সেট টপ বক্স এবং আইওএস /অ্যান্ড্রয়েড অ্যাপস। এই সেটটপ বক্স যে কোন টিভিতকে স্মার্ট টিভিতে পরিবর্তন করবে।উপভোক্তারা সিটি ডিজিটাল কেবেলর মাধ্যমে পাবেন এন্ড্রয়েড টিভির সুবিধা। এমনকি গুগোল টিভি প্লে স্টোর থেকে পছন্দ মতন অ্যাপ ও গেম ডাউনলোড করার সুবিধা থাকছে। তাছাড়া কথার সাহায্যে চ্যানেল চেঞ্জ করা যাবে অর্থাৎ মাইক্রোফোন বোতাম টিপে পছন্দের চ্যানেলের নাম বললেই চ্যানেল পাল্টে যাবে। এছাড়াও থাকছে ভিডিও কল বা কনফারেন্স কল করার সুবিধা। এ ম্যাজিক বক্স টি আর একটি বিশেষত্ব হল এটি যেকোন আইএসপি এমনকি মোবাইল হটস্পট এর সাথেও যোগ করা যাবে। আড্ডা টাইমস, হাঙ্গামা প্লে, শেমারু মি ইত্যাদি OTT অ্যাপগুলো থাকছে।


আই সি এন সি এল অর্থাৎ ইন্ডিয়ান কেবেল নেট কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর ও সিটি নেটওয়ার্ক এর যুগ্ম অংশীদার শ্রী সুরেশ শেঠিয়া বলেন যে উপভোক্তাদের জন্য সিটি প্লে টপ ম্যাজিক সেট টপ বক্স লঞ্চ করে তিনি খুশি।প্রযুক্তিতে ক্রমশ দ্রুতগতিতে অগ্রসর হওয়া পরবর্তী প্রজন্মের কথা ভেবেই এটি লঞ্চ করা হয়েছে। আরও বলেন এই বক্স ভারতবর্ষে তৈরি করা হয়েছে। তিনি আশা করেন পরবর্তী সময়ে উপভোগতাদের লিভিংরুমের চেহারা বদলে দেবে এই প্লে টপ ম্যাজিক সেট টপ বক্স।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!