করোনা সংক্রমনের হার ঊর্ধ্বমুখী

0 0
Read Time:1 Minute, 42 Second

নিউজ ডেস্ক: করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন। আর সুস্থ হয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যা ও বেড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের। তার মধ্যে সবথেকে বেশি সংক্রমণ আছে মহারাষ্ট্র। যা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসন।

এখনো পর্যন্ত দেশজুড়ে সংক্রমিত হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার ৫৪২ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬৪২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লক্ষ ১৩ হাজার ২৯২ জন মানুষ। যা দেশের চিকিৎসকদের কাছে এক সফলতা বলে যেতে পারে।

এদিকে দেশজুড়ে চালু হয়ে গেছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। কোভিশিল্ড ও কোভ্যক্সিন এই দুটি টিকা দেশে ছাড়পত্র পেয়েছে। স্বাস্থ্যকর্মীদের থেকে শুরু করে প্রথম সারির করোনা যোদ্ধাদের পরে, টিকাকরণ সম্পন্ন হয়েছে ৬০ বছর ও ৫০ বছরের ঊর্ধ্বে মানুষদের। বর্তমানে ৪৫ বছর বয়স্ক মানুষদের করোনার টিকাকরণ প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত টিকাকরণ সম্পন্ন হয়েছে ৯ কোটি ৪৩ লক্ষ ৩৪ হাজার ২৬২ জনের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!