টানা ২০ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল করোনায় মৃতদেহ

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্কঃ আবার অমানবিক দৃশ্য কলকাতার বুকে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার পর প্রায় কুড়ি ঘন্টা তাকে সৎকারের জন্য এগিয়ে এলো না পুলিশ প্রশাসনকেউই। যা দেখার পর আবারও শিউরে উঠল শহরবাসী। বাংলার একই দশা!

বেহালার সখের বাজার এলাকার ভুবনডাঙা রোডে থাকেন বছর পঞ্চাশের পর্যটন ব্যবসায়ী। তিনি দিন পাঁচেক আগে হার্নিয়া অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শমতো হাসপাতালে যান। সেখানে অপারেশনের আগে তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। তখনই তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই ওই ব্যবসায়ী বাড়িতেই আইসোলেশনে চিকিৎসা চলছিল। বৃদ্ধ বাবা ছাড়া পরিবারে আর কেউ নেই ব্যবসায়ীয়ের। রবিবার দুপুর ৩টে নাগাদ বাড়িতেই মৃত্যু হয় তার।

ব্যবসায়ীর বৃদ্ধ বাবা তারপর যোগাযোগ করেন চিকিৎসকের সঙ্গে। তিনি ডেথ সার্টিফিকেট দেন। এরপর আত্মীয়দের সাহায্য নিয়ে মৃতদেহ উদ্ধারের জন্য বেহালা থানায় খবর পাঠান মৃত ব্যবসায়ীর বাবা। বেহালা থানার পুলিশ একটি ফোন নং দিয়ে তাঁদের পুরসভার সঙ্গে যোগাযোগ করতে বলে। সেই নম্বরে ফোন করে কোনও সাহায্য পাননি, বলে জানান বৃদ্ধ। প্রায় ২০ ঘণ্টা এভাবেই বাড়িতে পড়ে ছিল করোনা রোগীর দেহ। পরে পুরসভার উদ্যোগে মৃতদেহ উদ্ধার করা হয়, বলে খবর।

মৃতের বৃদ্ধ বাবা জানান, তিনি অত্যন্ত অসহায় হয়ে চারিদিকে সাহায্যের জন্য আবেদন করেছেন কিন্তু কোথাও থেকেই তাকে সাহায্য করা হয়নি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!