কমছে মেট্রোর সংখ্যা, বদল হচ্ছে সময়সূচীরও

0 0
Read Time:2 Minute, 5 Second

নিউজ ডেস্ক: আজ ৬ মে, বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকেই ২৩৮ টির বদলে সোম থেকে শুক্রবার চলবে ২১৬টি মেট্রো। গত শনিবার থেকে ২১৮টির পরিবর্তে ২১৬ এবং আগামী রবিবার ১০০টির বদলে ৯৮টি মেট্রো চালানো হবে। আপাতত কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৪৯টি মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, সোমবার থেকে শুক্রবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার সকালের মেট্রো ছাড়া হবে ৭:৩০ থেকে পেয়ে যাবেন যাত্রীরা। দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ মেট্রোর পরিষেবা শুরু হবে সকাল ৭:৩০ থেকেই।রবিবার সকাল ৯টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা।

ওদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৮: ৪৮। এদিকে, দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টায়। আর কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বরের জন্যও শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

গতকালই সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনের পাশাপাশি মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। তবে, এখনই ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে কিছু বদল এখনও আনা হয়নি। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি যে সংখ্যক মেট্রো চলে তাতে যাত্রী গোটা দিনে ১০০০ পেরোয় না। এই রুটে যাত্রী সংখ্যা যথেষ্ট কম থাকে। যার জেরে, সব সময়েই শারীরিক দূরত্ব বজায় রাখাই হয়। তাই এখানে মেট্রো কমাতে হবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!