অক্ষয় তৃতীয়া

0 0
Read Time:2 Minute, 35 Second

নিউজ ডেস্ক: অক্ষয় তৃতীয়া যা হিন্দু পঞ্জিকা মতে, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে পালন করা হয়ে থাকে। ধর্ম-শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ একটি দিন। বিশেষ করে মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ একটি বিষয়। হিন্দু শাস্ত্র মতে বলা হয়, এদিন সোনা বা রূপোর গহনা বা ঠাকুর কিনলে স্বয়ং লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ঘটে, এমনটাই প্রচলিত রীতি রয়েছে।

তবে, হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি থাকে। এই শুভ দিনটিকে ঘিরে জৈন ধর্মঅবলম্বীদেরও অনেক কাহিনী কথিত আছে।

হিন্দু শাস্ত্র মতে, এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। আবার, বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন বলে মনে করা হয়। যেমন, এই বিশেষ দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। কোথাও আবার বলা আছে, এদিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। কেউ আবার বলেন, এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল্য ঈশ্বর্য বর দান করেছিলেন। কুবেরের এই দিনেই লক্ষ্মীলাভ হয়েছিল বলে বৈভব-লক্ষ্মীর পুজো করা হয়।

তবে বর্তমানে সোনার দোকানে এবং অনেক মুদিখানা থেকে শুরু করে ছোট-বড় অনেক দোকানেই লক্ষ্মী গণেশ পুজো করা হয়। সেই সঙ্গে এদিন হালখাতা করতে যান অনেকেই। তবে, করোনার কারণে এ বছর দেশজুড়ে প্রতিটা রাজ্যেই কমবেশি লকডাউন জারি থাকায়, মূলত ছোট করে প্রতিটা দোকানে দোকানেই পুজো করা হবে এবং হালখাতা হচ্ছে নাই বলা যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!