আগত ইয়াসের জেরে বাতিল পূর্বরেলের বহু ট্রেন

0 0
Read Time:2 Minute, 3 Second

নিউজ ডেস্ক: রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। যার জন্য তড়িঘড়ি করে জরুরী ভিত্তিতে নানা রকম ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। যতটা সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো যায়, সে দিকেই নজর রাখছে সরকার। কেননা গত এক বছর আগেই প্রবল ক্ষতি করে গেছে আম্ফান। সেদিকে নজর রেখেই এবার পূর্ব রেলের তরফ থেকে জরুরি ভিত্তিতে ঘূর্ণিঝড়ের জেরে বাতিল করা হয়েছে বেশকিছু ট্রেন।

০২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট – সোমবার ও মঙ্গলবার বাতিল

০২৬৪৩ এর্নাকুলম-পাটনা জংশন – সোমবার এবং মঙ্গলবার বাতিল।

০৫২২৮ মুজফ্‌ফরপুর-যশবন্তপুর – সোমবার বাতিল।

০৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামবরম – সোমবার বাতিল।

০৬৫৭৮ গুয়াহাটি-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন – সোমবার বাতিল।

০২৫০৭ ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর স্পেশ্যাল – মঙ্গলবার বাতিল।

০৮৪৫০ পাটনা জংশন-পুরী – বাতিল।

০২৫১৫ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা স্পেশ্যাল – বাতিল।

০২৫১৬ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্পেশ্যালের পরিষেবা পাওয়া যাবে না।

০২২৫৪ ভাগলপুর-যশবন্তপুর এক্সপ্রেস – বাতিল।

০২৩৭৬ সিজি তামবরম – বাতিল।

০২৫৫২ কামাখ্যা-যশবন্তপুর – বাতিল।

০২৬১১ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল ট্রেন বাতিল বুধবার।

এছাড়াও আগামী ২৮ এবং ২৯ তারিখেও একাধিক ট্রেন বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!