ইয়াস এর প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে গেলেন রাজ্যপাল

0 0
Read Time:1 Minute, 45 Second

নিউজ ডেস্ক: আগামীকাল রাজ্যের উপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। তাই রাজ্যে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে নবান্নে যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। এর আগে তিনি আলিপুর আবহাওয়া দপ্তরের গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইয়াস মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেই নবান্নে যাচ্ছেন তিনি। আজ সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকার জনিয়েছেন, আমি নৌসেনার সঙ্গে কথা বলেছি। উপকূলরক্ষী বাহিনী, সেনার সঙ্গেও কথা বলেছি। ইস্টার্ন কম্যান্ডের সঙ্গেও কথা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের সংস্থা সংস্থা যেভাবে সমন্বয় রেখে কাজ করছে, তা খুবই সুখের বিষয়। সেই সক্রিয়তা আমরা দেখতেও পাচ্ছি।

তিনি আরও জানিয়েছেন, কেউ চায়না আমফানের মতো পরিস্থিতি তৈরি হোক। সেজন্য বায়ুসেনাও প্রস্তুত রয়েছে। বিশাখাপত্তনম থেকে নৌসেনার বাড়তি বাহিনী এসেছে। এবার কেন্দ্র-রাজ্য যেভাবে সমন্বয় রেখে কাজ করছে, তা প্রশংসনীয়। প্রতিটা বিষয়েই এভাবে সমন্বয় রেখে কাজ করা উচিত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!