আবারও আসবে বান, সতর্ক থাকুন কলকাতাবাসী

0 0
Read Time:2 Minute, 43 Second

নিউজ ডেস্ক: ইয়াসের শক্তি একটু কমার পরেই সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, একদিকে ভরা কোটাল অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস, যার কারণে এই ধরনের ক্ষতির সম্মুখীন হল পশ্চিমবাংলা। অনেক গ্রামে জল ঢুকে গেছে। রাত ৮.৪৫ পর্যন্ত জোয়ার চলবে। তারপর ক্রমশ নামবে জলস্তর। ১৩৪টি বাঁধ ভেঙে গেছে। মানুষসমান উঁচু ঢেউ উঠেছে। ১৫ লক্ষের বেশি মানুষকে রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। দক্ষিণ ২৪ পরগনায়র বহু জায়গা ক্ষতিগ্রস্ত। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার কালীঘাট, চেতলা, রাসবিহারীতে জল উঠেছে। নোনাজল ঢুকে যাওয়ায় কৃষির ক্ষতি হয়েছে। মৎস্যচাষেরও ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামীকালও বানের জল ঢুকতে পারে। সেজন্য প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে। কোটাল এলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বিদ্যুতের কারণে দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত। নদীবাঁধ রক্ষণাবেক্ষণের কাজে আরও জোর দিতে হবে। নদীবাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ টাস্ক ফোর্স তৈরি হবে। গাছ লাগিয়ে বাঁধকে শক্তিশালী করায় জোর দিতে হবে। লবণাক্ত জমিতে নোনা স্বর্ণ ধান চাষ করতে হবে। নোনা জলের মাছেরও চাষ করতে হবে। কপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ বজায় রাখতে হবে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এখনো পর্যন্ত ১০ কোটি টাকার ত্রাণ পাঠানো হয়েছে। ১০ কোটি ত্রিপল দেওয়া হয়েছে। ১ কোটি মানুষ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার বাসিন্দাদের আগামী দুদিন আরো সতর্ক থাকতে বলা হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্কফোর্স।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!