নারদ মামলায় জামিন মঞ্জুর, ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীদের

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্ক: নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীদের জামিন ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ এক সপ্তাহ ধরে মূলত জেল হেফাজত সেখান থেকে তাদের শারীরিক অসুস্থতা, হাসপাতাল ঘরেই করেই কাটার পর আজ পাঁচ পাঁচজন বিচারপতির বৃহত্তর বেঞ্চ দু লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে তাদের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টে তরফ থেকে জানানো হয়েছে, তারা এবার স্বাভাবিকভাবেই জীবন যাপন করতে পারবেন। প্রয়োজনের ভিত্তিতে তারা কাজে বাইরে বের হতে পারবেন। বাড়িতে আর গৃহবন্দি অবস্থায় থাকতে হবে না। তবে সিবিআই তদন্তের কাজে যখনই প্রয়োজন পড়বে, তখনই তাদের সহযোগিতা করতে হবে। বর্তমানে কোভিডের এই পরিস্থিতিতে প্রয়োজনে ভার্চুয়ালি সিবিআইকে সাহায্য করতে হতে পারে। সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন তারা। তাতে আর কোনো বাধা রইলো না। তবে অন্তর্বর্তী মামলার বিষয়ে কোনো রকম ভাবে মুখ খুলতে পারবেন না অভিযুক্তরা, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, প্রথমবার জামিনের সময় আদালত তাদের সংবাদমাধ্যমের মুখোমুখি হতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বাড়িতেই তাদের থাকতে হবে। প্রয়োজনীয় কাজ বাড়ি থেকেই ভার্চুয়ালি করতে হবে। পরিবারের লোক ছাড়া অন্য কেউ তাদের সঙ্গে দেখা করতে পারবে না। এমনই কিছু শর্ত রেখেছিল আদালত। এবার এই সমস্ত শর্ত থেকে রেহাই পেল মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!