ঘর ওয়াপিস হলো মুকুলের

0 0
Read Time:2 Minute, 41 Second

নিউজ ডেস্ক: প্রশ্ন, জল্পনা, তর্ক-বিতর্ক শেষ। আজ সাড়ে তিন বছর পর আবারো নিজের ঘরে ফিরে এলেন মুকুল রায়। সঙ্গে এসেছেন তার ছেলে শুভ্রাংশু রায়। ২০১৭ সালে নিজের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মুকুল রায়। যোগদান করেছিলেন বিজেপিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ছিলেন। শেষমেষ আবারো নিজের ঘরে ফিরে এলেন চাণক্য। লোকসভা ভোটের দুবছর আগে নিজের পদ ছেড়েছিলেন। তার আগে রাজ্যসভায় পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন, দলে পরিবারতন্ত্র চলছে। কাজ করা সম্ভব নয়। এর পরই মুকুলকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। মুকুল রায়ের আচমকা পদত্যাগের পর অনেকেই মনে করেছিলেন যে তৃণমূল কিছুটা হলেও দুর্বল হয়ে পড়তে পারে। কারণ, একসময় তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ দলের সাংগঠনিক দিকের একটা বড় অংশ সামলাতেন তিনি। জাতীয় স্তরে বিজেপি-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিরোধী দলের কাছে তাঁর নেতৃত্বের গুরুত্ব গত বিধানসভা নির্বাচনে ফলাফলের পর আরও বেড়ে গিয়েছে।

কয়েকদিন আগে বিধানসভা ভোটে জয়ের পর শপথ নিতে বিধানসভায় আসেন মুকুল রায়। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর প্রাক্তন সতীর্থ সুব্রত বক্সীর সঙ্গে। সেই সময় বিধানসভায় নতুন বিধায়কদের সঙ্গে বৈঠক করছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই বৈঠকে যোগ না দিয়েই বিধানসভা থেকে চলে যান মুকুল। বলেছিলেন, আমি এখন কিছু বলব না। যখন বলার হবে, তখন সাংবাদিকদের ডেকে নেব। মানুষের জীবনে এমন দু’একটা দিন আসে, যখন মানুষকে চুপ থাকতে হয়। এর ফলে মুকুল রায়ের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা তৈরি হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!