ঘোষিত হলো কীভাবে মূল্যায়ন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

0 0
Read Time:1 Minute, 40 Second

নিউজ ডেস্ক: গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আজ জানানো হবে কীভাবে মূল্যায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল কীভাবে মূল্যায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার কারণে বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। যার ফলে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক করা হয়েছে যে, নবম শ্রেণির মার্কশিট এবং দশম শ্রেণির অ্যাসেসমেন্ট টেস্টের নম্বর যোগ করে। দুই পরীক্ষার ফলাফলকে ৫০-৫০ গুরুত্ব দিয়ে মূল্যায়ন হবে।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০১৯- সালের মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে বেশি নম্বর পাওয়া চারটি বিষয়ের ৪০ শতাংশ নম্বর, ২০২০ সালের একাদশ শ্রেণির থিওরি পরীক্ষার ৬০ শতাংশ নম্বর ও দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা নম্বর নিয়ে। এই দুই মূল্যায়নের ক্ষেত্রেই কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, সে লিখিত পরীক্ষায় বসতে পারবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!