করোনার তৃতীয় ঢেউকে প্রতিহত করতে রাজ্যে তৈরি হল ১০ সদস্যের কমিটি

0 0
Read Time:2 Minute, 32 Second

নিউজ ডেস্ক: সম্প্রতি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন যে, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেশের উপরে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই চাঞ্চল্যকর তথ্য হতাশ হয়ে পড়েছে দেশবাসী। আর তৃতীয় ঢেউ এর কথা মাথায় রেখেই ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য সরকার। এই কমিটিতে রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায় ও বিভূতি সাহা, এসএসকেএমের অভিজিত্‍ চৌধুরী সহ ৬ চিকিৎসক। সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নেতৃত্বে এই কমিটি কাজ করবে। নিয়মিত বৈঠক করার পাশাপাশি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও পরিকাঠামোর উন্নতি নিয়েও কমিটি সরকারকে পরামর্শ দেবে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা সবথেকে বেশি সংক্রমিত হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যার কারণে ইতিমধ্যেই রাজ্যে শিশুদের জন্য হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থাৎ শিশুদের কথা মাথায় রেখে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১০ হাজার পেডিয়াট্রিক কোভিড বেড প্রস্তুত রাখতে চাইছে। নতুন করে সাড়ে তিনশ এসএনসিইউ বেড গড়ে তোলার ব্যাপারে জেলা, মহকুমা, সুপার স্পেশ্যাল হাসপাতালগুলিকে বলা হয়েছে। শিশুদের চিকিৎসার জন্য ১,৩০০ আইসিইউ বেড তৈরি করার মতো পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়াও শিশুদের জন্য কলকাতায় সেফ হোমের পরিকল্পনা করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!