পূর্ব-পশ্চিমের মিলনে রথযাত্রার লটকন

0 0
Read Time:1 Minute, 51 Second

নিউজ ডেস্ক: আষাঢ় মাসের পূণ্য তিথিতে এই রথযাত্রা উৎসব। হাজারো ভক্তের সমাগম, সাজো সাজো রব চারদিকে। শুধু এই দেশে নয় ও বাংলাদেশেও একই রীতি প্রচলিত। সেখানেও চলে রথযাত্রার উদ্দীপনা। ভারতে উড়িষ্যা রাজ্যের পুরীর মন্দিরে বিখ্যাত রথযাত্রা উপলক্ষে সামিল হন দেশ বিদেশের নানান ভক্তরা। কাতারে কাতারে লোক শুধু পুরী নয় বাংলায় নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ, ফুলিয়ার রথ, গুপ্তিপাড়ার বৃন্দাবনের রথ, হুগলি জেলার শ্রীরামপুর ও মাহেষের রথ সমাদৃত গোটা বঙ্গে। অভিমানী শ্রী কৃষ্ণ নাকি এই পুণ্যতিথিতেই বৃন্দাবনে ফিরেছিলেন। তাই জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রার সঙ্গে চলে তার পূজার্চনা। আর চলে লটকন কেনার হুজুগ। নানান স্থানে মেলা বসে, মানুষের ঢল নামে।

এবার আসি লটকন কেন এত জনপ্রিয় সে কথায়, আসলে ১৯৪৭ ও ১৯৭১ এর দেশভাগের পর বহু মানুষ ওদেশে থেকে এদেশে আর এদেশ থেকে ওদেশে আনাগোনা করেন। সে সময় আদানপ্রদান হয় উৎসবের। পূর্ববঙ্গের হিন্দু সম্প্রদায়ের মধ্যে রথযাত্রায় লটকন কেনার প্রথাকেই বহন করে নিয়ে আসা হয় এখানে। কলকাতার যেমন ইসকন তেমনি বাংলাদেশের ধামরাই রথ। কোথাও যেনো একাত্ম্য হয়ে যায় দুই দেশের উৎসব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!