টানটান উত্তেজনা কাটিয়ে শেষ প্রহরে কাপ উঠলো লিওদের ঘরে

0 0
Read Time:2 Minute, 44 Second

নিউজ ডেস্ক: কথায় বলে ইউরোর একমাস তো কোপার একদিন। মাসখানেক ধরে কোপা জ্বরে আক্রান্ত বিশ্ববাসী। আর ফাইনালের মেসি বনাম নেইমারের খেলা তাই উত্তেজনার পারদ তুঙ্গে। সেই খেলার আচ পড়েছে ভারতীয় উপমহাদেশে। সবুজ মেরুন অথবা লাল হলুদ ছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা যেনো অন্যরকম উদ্দীপনা তৈরি করে ফুটবলপ্রেমীদের মনে।

১৯৯৩ এর পর এই প্রথমবার কাপ জিতলো নীল সাদা জার্সি। এর আগে ৪ টি ফাইনালে অংশগ্রহণ করলেও কোনোটাতেই তেমন ছাপ ফেলতে পারেনি তারা। ব্রাজিল ও চিলির বিরুদ্ধে ৪ টি ম্যাচে পরপর হেরে এক প্রকার হতাশ হয়ে পড়ে লিওর দল। এরপর দীর্ঘ প্রতিক্ষার অবসান তারপর এসে এই জয়। অনেকখানি স্বস্তি মিলল দলের আর সমর্থকদের।

খেলার প্রথমার্ধে ব্রাজিলের বিরুদ্ধে ১ গোল করে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম ২২ মিনিটে রদ্রিগো দে পলের গোল খেলায় এক অন্য মাত্রা যোগ করে। তবে ফুটবলের রাজপুত্রকে কিছুটা অপ্রতিভ দেখা যায়। আগের ম্যাচ গুলির মত আগ্রাসী মানসিকতা চোখে পড়েনি মেসির। তবে জয় নিশ্চিত হলো লিওদের।

দ্বিতীয় ম্যাচের শুরুতে ৫২ মিনিটে ব্রাজিলের রিচরলিসনের গোল অফ সাইড হয়ে যায় তার ফলে বাতিল হয়ে যায় গোল। ৮৮ মিনিটের সুযোগ হাতছাড়া করেন মেসি। দর্শক মুখিয়ে ছিল এই দুই হাই প্রোফাইল ম্যাচ দেখার আশায়। শেষ পর্যন্ত আশায় বুক বাধা অনুগামীদের নিরাশ করলো না আর্জেন্টিনা।

তবে সেপ্টেম্বরে আরো একটি ফাইনাল দেখার জন্য অপেক্ষায় সকলে সেখানে পুনর্বার মুখোমুখি হবে নেইমার ও মেসি। আজ ইংল্যান্ড ও ইতালি মুখোমুখি হবে ইউরো কাপ ফাইনালে, খেলার সময় রাত ১২ টা বেজে ৩০ মিনিট। করোনা বিধি মেনে উৎসবের উদযাপন শুরু হয়ে গিয়েছে সমর্থকদের, শুভেচ্ছার বন্যায় ভাসছেন আর্জেন্টিনা দল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!