শীঘ্রই সারাদেশে লাগু হতে পারে জন্ম নিয়ন্ত্রণ আইন

0 0
Read Time:2 Minute, 14 Second

নিউজ ডেস্ক: গতকালই জানা গিয়েছিল যে উত্তরপ্রদেশ সরকার এবার জন্ম নিয়ন্ত্রণ আইন আনতে চলেছে। তার পরেই এবার শোনা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার সারাদেশের জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে আসার লক্ষ্যে পা বাড়াচ্ছে। আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। আজ যোগীর রাজ্যে নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করার কথা। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, যোগীর রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন পাস করে পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা ধরে রাখতে সমর্থন হলে কেন্দ্র তথা বিজেপি ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে এই জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে আসবে।

দেশে বিপুল সংখ্যক জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য দ্বিতীয়বার প্রধানমন্ত্রী আসনে বসার পরই এই কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সম্প্রতি আসাম সরকারও এই নীতি প্রয়োগের কথা জানিয়েছেন। গতকাল জানিয়েছে যোগী রাজ্য। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্ম নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল হওয়ার পর থেকেই বিজেপির একাধিক সংসদ তাকে চিঠি লিখে এই বিষয় নিয়ে আসার অনুরোধ করেছেন। দেশে যদি করোনা মহামারীর পরপর দুটো ঢেউ আছড়ে না পরতো, তাহলে হয়তো এত দিনে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল দেশে আনা যেত।

আর এই নিয়ে বিতর্ক তৈরি হতে পারে এবং বিরোধীরা আপত্তি জানাতেই পারে, হট্টগোল হতে পারে সেটাও জানা রয়েছে কেন্দ্রের। তাই এই বিষয়টি নিয়ে বিশেষ তাড়াহুড়া করতে চাইছেনা কেন্দ্র।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!