২০৩০ এ আসতে চলেছে ভয়াবহ বন্যা, আশঙ্কা নাসার

0 0
Read Time:2 Minute, 3 Second

নিউজ ডেস্ক: মার্কিন গবেষনা সংস্থা নাসার গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।২০৩০ এর মাঝামাঝি সময় পৃথিবী জুড়ে আসতে পারে বন্যা। উল্লেখ্য, এই বন্যা সংঘটনের প্রধান নায়ক চাঁদ। গবেষণায় জানা গেছে উপকূল অঞ্চলে জলের স্তর বাড়তে পারে প্রায় ২ থেকে ৪ ফুটের মতো। চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব কমে যাওয়ার ফলে ৩-৪ গুন বাড়তে পারে জোয়ারের জল। নাসা গবেষণা সংস্থার প্রধান বিল নেলসন জানিয়েছেন চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের কারণেই এই দুর্যোগ নেমে আসতে পারে পৃথিবী জুড়ে। এই বন্যার নামকরণ করা হয়েছে নুইসেন্স ফ্লাড। এই ওবল ঢেউয়ের এই প্রভাব চলতে পারে ১৮.৬ বছর পর্যন্ত। এই কয়েক বছরে বেশ কয়েকবার এই বন্যা কড়া নাড়তে পারে দোরগোড়ায়।

মার্কিন দেশের এই সংস্থা আরো জানিয়েছেন বিশ্ব উষ্ণায়ন এই অবস্থার জন্য দায়ী। মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের জন্য বিশ্ব জুড়ে এই দুর্যোগের ঘনঘটা।অন্যদিকে প্রায়শই চাঁদের এই কক্ষপথের পরিবর্তন হয় বলেও জানিয়েছেন সংস্থার কর্তাব্যক্তিরা। দিন দিন বেড়ে চলেছে বিপুল পরিমাণে বনধ্বংসের পরিমাণ, মানুষকে সচেতন করতে হয়রান হতে হচ্ছে বিজ্ঞানীদের। সমগ্র পৃথিবী আজ কঠিন সময়ের মুখোমুখি করোনার দাপটে তার উপর দোসর এই বন্যা, কবে ফিরবে এই অচলাবস্থা সন্দিহান মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!