কার্গিল বিজয়ের ২২ বছর, দেশ নায়কদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ ভারতবাসীর

0 0
Read Time:2 Minute, 50 Second

নিউজ ডেস্ক: আজ ২৬ জুলাই, দেশের কাছে এক গৌরবময় দিন কারন আজকের দিনেই ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ঘোর রণপ্রাঙ্গণে জয়ের মুখ দেখেছিল গোটা ভারতবাসী। কিন্তু এই দিন আবার মর্মান্তিক ও বটে কারণ আজকেই শহিদ হয়েছিলেন ভারতের ৫২৭ জন বীর সন্তান।

ভারতের সঙ্গে পাকিস্তানের যে খুব একটা সুসম্পর্ক নেই সে কথা সর্বজনবিদিত। আক্রমণ প্রতিআক্রমণ, লড়াই, মনোমালিন্য সব কিছু মিলিয়ে পাশাপাশি রয়েছে দুটো দেশ। মাঝে মাঝেই খবর আসে সম্মুখ সমরে অবতীর্ণ ভারত ও পাকিস্তান সরকারের সৈন্য বাহিনী। আর এই সব কিছুর মুলে অর্থাৎ যাকে কেন্দ্র করে এই বিদ্বেষ সে আর কেউ নয় ভুসর্গ কাশ্মীর। এই কাশ্মীরের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে কখনো চলেছে ঠান্ডা কখনো বা গরম লড়াই। তখন শীতকাল , হটাৎ একদিন খবর লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেছে পাক সেনারা। এদিকে প্রস্তুত তখন ভারতের সেনারা তারাও পরিকল্পনা মতো ২ লাখ ব্যাটেলিয়ন নিয়ে হাজির যুদ্ধক্ষেত্রে। শুরু হলো গোলাগুলি বর্ষণ, বারুদের গন্ধ, আর হামলা তার সঙ্গে অব্যাহত লাশের পাহাড়। প্রায় ২ মাস ধরে চলা যুদ্ধ তার পড়িসমাপ্তি ঘটলো ২৬ সে জুলাই। নিজেদের শৌর্য কে সাথী করে এই কঠিন যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ের টিকা পরলো ভারত মাতার সন্তানেরা। তবে এই জয় সহজে আসেনি এসেছে রক্তের বিনিময়ে এসেছে প্রাণের বিনিময়ে। আর যারা এই জয়ের মূল কান্ডারী তাদের স্মরণ করে প্রতি বছর পালন করা হয় কার্গিল দিবস। নতুন দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ও কারগিলে যথোচিত মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই মৃত্যুঞ্জয়ীদের। এবারেও করোনা বিধিকে মান্যতা দিয়ে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন জায়গায় সম্মান জানানো হচ্ছে দেশের এই প্রকৃত নায়কদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!