সীমান্তে বাইক, সোনা গহনা টাকা ছিনতাই ব্লু গ্যাংস্টার গ্রেফতার ২

0 0
Read Time:2 Minute, 55 Second

নিউজ ডেস্ক: বসিরহাট মহকুমা বাদুড়িয়া, বসিরহাট, মাটিয়া সহ একাধিক থানায় গত ১, মাস ধরে কখনো দিনের বেলা আবার কখনো রাতের অন্ধকারে । দুই গ্যাংস্টার নীল রঙের গাড়ি করে মুখ ঢাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ছিনতাই, ব্যবসায়ীর কাছ দিয়ে টাকা, সোনার দোকান দারের বাড়ি ফেরার সময় তার কাছ দিয়ে সোনার গহনা লুট। একাধিকবার বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়। এই নিয়ে দ্বন্দ্বে ছিল বসিরহাট পুলিশ জেলা। বেশ কয়েক দিন ধরে বিভিন্ন চেকপোস্টের পয়েন্টে পুলিশের তীক্ষ্ণ নজরদারি ছিল। যারা অভিযোগ করেছিল তারা বলেছিলেন নীল রঙের নাম্বার প্লেট বিহীন বাইক। কিছুতেই এই গ্যাংস্টারদের ধরতে পারছিল না বসিরহাট থানার পুলিশ।

বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার রাত্রিবেলা বসিরহাট থানার পুলিশের কাছে খবর আসে সংগ্রামপুর ও স্বরূপ নগর রোড এর বিরাম নগর ওই নম্বর প্লেট বিহীন নীল রঙের মোটরসাইকেল করে দুইজন গ্যাংস্টার আসছে। তখন পুলিশ গিয়ে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে, বছর ২৯ এর মোস্তাফিজুর রহমান গাজী ওরফে বাপ্পা, বাড়ি মাটিয়া থানা নলডি গ্রামে বছর ২২ এর, আব্দুল মাতিন গাজী হাসনাবাদ থানার চিমটা গ্রামে বাড়ি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫, লিটার তরল মাদক এদেরকে জেরা করে ছিনতাই হওয়া সোনার গহনা প্রচুর অর্থ এবং পাঁচটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ ।এদের সঙ্গে আন্তর্জাতিক কোন বাইক পাচার চক্রের যোগসুত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। ধৃত দুই গ্যাংস্টার দের আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট থানার পুলিশ বিচারকের কাছে আবেদন জানিয়েছে গ্যাংস্টারে গ্রেফতারের সত্যি নিঃশ্বাস ফেলেছে বসিরহাট থানার পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!