কলকাতা দূর্গা পূজায় থাকছে এবার আফগানিস্তানের ছোঁয়া

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্ক: এবার কলকাতার দুর্গাপুজোয় আফগানিস্তানের ছোঁয়া। বর্তমানে আফগানিস্তানের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। আফগানিস্তান জুড়ে তান্ডব চালাচ্ছে তালিবান জঙ্গি গোষ্ঠী। অশ্বিনীনগর বন্ধুমহলের এবারের দুর্গোত্‍সবে থাকছে আফগানিস্তানের ছোঁয়া। পুজোর থিম সং গাইবেন কয়েকজন আফগান শিল্পী। সঙ্গে পুজোর দিনগুলিতে তাদের পুজো মণ্ডপে দেখা যাবে আফগানি বেলি ডান্স। ২০১৮ সালের শারদোত্‍সবে বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহলের প্রতিমা গড়েছিলেন অরুণই। তাই প্রয়াত শিল্পীকে সম্মান জানাতে তাঁকে উদ্দেশ্য করে থিম তৈরি হয়েছে। থিমের নাম দেওয়া হয় – অরুণ। মোটা মন্ডপের সাজসজ্জায় থাকবেন ২০ বছর পর আবারও কি ভাবে তালিবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখল করল, কিভাবে গোটা চিত্র সংবাদমাধ্যমে ফুটে উঠল সমস্তটাই। কলকাতায় থাকা আফগান গায়কদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের সঙ্গে কথা বলেই সম্মতিও আদায় করে নেন উদ্যোক্তরা। চলতি সপ্তাহেই আফগান গায়করা পুজোর থিম সং রেকর্ড করবেন বলে জানানো হয়েছে। অশ্বিনীনগর বন্ধুমহলের পুজোয় আরও একটি আকর্ষণ থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ৪১তম বর্ষের শারদোত্‍সবে যেমন তাঁরা প্রয়াত শিল্পী অরুণকে শ্রদ্ধা জানাচ্ছেন, তেমনই আফগান ভ্রাতৃত্বের বার্তা দিয়ে গাওয়ানো হবে থিম সং।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!