সীমান্তবর্তী এলাকার মানুষদের আইনি সুবিধা দেখতে কাশ্মীর যাচ্ছেন কিরেন রিজিজু

0 0
Read Time:2 Minute, 34 Second

নিউজ ডেস্ক: উপত্যকার পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই শ্রীনগর উড়ে গিয়েছেন সেখানকার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখতে। অমিত শাহর কাশ্মীর সফরের পর চলতি মাসেই উপত্যকায় যাচ্ছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী। আগামী ২৯ অক্টোবর কাশ্মীরে যাবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। আজ মন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ নাগরিকরা আইনি সুবিধা কতটা পান, সেক্ষেত্রে তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না, সেই সব খতিয়ে দেখতেই কাশ্মীরে যাচ্ছেন কিরেন রিজিজু। আজ বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধনে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, “সীমান্তবর্তী এলাকায় সাধারণ নাগরিকরা কতটা আইনি সুবিধা পান, তার বাস্তব চিত্র খতিয়ে দেখতেই ২৯ অক্টোবর কাশ্মীরে যাচ্ছি।” একইসঙ্গে বিচার ব্যবস্থা, আমলা এবং আইনসভার মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকাটাও অত্যন্ত দরকার। কিরেন রিজুজু যখন এই কথাগুলি বলছিলেন, তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ভূয়সি প্রশংসাও শোনা যায় কেন্দ্রীয় আইনমন্ত্রীর গলায়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “রাজনীতি সবসময়ই রয়েছে। গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাজনীতি। যখন গণতান্ত্রিক লড়াইয়ের কথা হবে, তখন সেখানে অবশ্যই রাজনীতির কথা হবে। কিন্তু বিচার ব্যবস্থায় কোনও রাজনীতির জায়গা নেই। বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের অ্যানেক্স বিল্ডিং তৈরির এই কাজ বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের যৌথ উদ্য়োগের সাফল্য।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!