জম্মু-কাশ্মীরের শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন পথ দেখাচ্ছেন অমিত শাহ

0 0
Read Time:2 Minute, 50 Second

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার উপত্যকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে কাশ্মীরের উন্নয়নের এক নতুন দিশা দেখিয়েছেন তিনি। দীর্ঘদিন মূল স্রোত থেকে বিচ্ছিন্ন থাকা উপত্যকাকে বুঝিয়ে দিয়েছেন, কাশ্মীরকে একসঙ্গে নিয়ে চলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা বলেছিলেন, কাশ্মীরের সঙ্গে আলোচনায় বসা দরকার ভারতের। কিন্তু আজ সেই বিষয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদের সঙ্গে কোনওরকম আলোচনায় আগ্রহী নয় দিল্লি। পাকিস্তানের সঙ্গে আলোচনার বদলে জম্মু ও কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসতে বেশি আগ্রহী কেন্দ্র, যাতে দেশের সামগ্রিক উন্নয়ন করা যায়।আজ এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অমিত শাহ বলেন, “আমি খবরের কাগজে দেখেছে ফারুক আবদুল্লা কেন্দ্র পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য। তাঁর নিজের মত প্রকাশের অধিকার আছে। কিন্তু আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলার থেকে কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে বেশি আগ্রহী।” তিনি আরও বলেন, ” সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপের একটিই কারণ ছিল, তা হল কাশ্মীর, জম্মু ও লাদাখকে উন্নয়নের পথে নিয়ে আসা। আর এর ফল আপনারা ২০২৪ সালের মধ্যে দেখতে শুরু করবেন। এর পাশাপাশি আজ কাশ্মীরের বেমিনায় একটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেন অমিত শাহ। হাসপাতালটি তৈরি করতে খরচ করা হয়েছে ১১৫ কোটি টাকা। এর পাশাপাশি হান্ডওয়ারা মেডিকেল কলেজ, বারমুল্লা জেলার ফিরোজপুরা নাল্লার উপর স্টিল গির্ডার সেতু এবং প্রায় ৪ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!