ভোজনপ্রেমীদের জন্য সুখবর – ভারতে আসছে পদ্মার ইলিশ

0 0
Read Time:2 Minute, 9 Second

নিউজ ডেস্ক: কথায় বলে মাছে-ভাতে বাঙালি। আর মাছের রাজা যে ইলিশ তা অনস্বীকার্য। কিন্তু ওপার বাংলায় রুপোলি শস্যের ভাঁড়ারে টান পড়েছিল বিগত কয়েকদিনে। কারণ, প্রজননের মরশুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল ঢাকা। এবার ভোজনরসিকদের চাঙ্গা করে ফের ইলিশ রপ্তানিতে সবুজ সংকেত দিয়েছে ঢাকা।

গত সোমবার ইলিশ আহরণের ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেই মৎস্যজীবীরা দেশের নদ-নদী ও সাগরে নেমে পড়েন। দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানিতে সায় দেয় প্রশাসন। কিছু ইলিশ যাবার পরেই এপার বাংলা থেকে ওপার বাংলায় নিষেধাজ্ঞার জারি হয় ইলিশ রপ্তানিতে। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাবার পরেই রপ্তানির সময়সীমা বাড়িয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে বাণিজ্যমন্ত্রক। গতকাল মঙ্গলবার রাতে বাণিজ্যমন্ত্রকের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে ইলিশ রপ্তানির সময় বাড়িয়ে এই নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবার থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হবে। তবে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আধিকারিকরা জানিয়েছেন, দুপুর দু’টো পর্যন্ত কোনও ইলিশের ট্রাক সেখানে পৌঁছায়নি। আজ বিকেলের দিকে ইলিশের ট্রাক গেলেও কাস্টমস-সহ নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই রাত গড়িয়ে যাবে। ফলে ভারতে ইলিশ পৌঁছতে পারে বৃহস্পতিবার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!