সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণে ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 39 Second

নিউজ ডেস্ক: ১৯৮৪ সালে যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর নাম প্রণব মুখোপাধ্যায়ের কাছে বলেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেই সুব্রতবাবুর প্রয়াণে ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সুব্রতদার মরদেহ দেখতে পারব না। পুজোর পর থেকেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ২৪ অক্টোবর কিছু শারীরিক পরীক্ষার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে যান। ডাক্তারবাবুরা সেদিনই তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেদিন থেকেই উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সা চলছিল বর্ষীয়ান এই নেতার। সুব্রতবাবুর সিওপিডির সমস্যা অনেক দিনের। পুজোর মধ্যে সেটাই আরও কিছুটা গুরুতর হয়ে ওঠে। ভর্তি হওয়ার কয়েকদিন পর সুব্রতবাবুকে বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছিল। এদিন বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন। সুব্রতবাবুর সঙ্কটজনক অবস্থার খবর পেয়ে বাড়ির কালীপুজো ফেলে এসএসকেএমমে যান মুখ্যমন্ত্রী। রাত নটা ২২ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন কিছু বলার মানসিক অবস্থায় নেই। তারপর ডাক্তারবাবুরা মৃত্যুর খবর জানালে মমতা বলেন ‘আলোর দিনে এত বড় অন্ধকার! আগামীকালই ছুটি হওয়ার কথা ছিল সুব্রতদার, কী হয়ে গেল!’ তিনি আরও বলেন, তাঁর জীবনে অনেক দুর্যোগ এসেছে। কিন্তু সুব্রতদার মারা যাওয়া অনেক অনেক বড় এক দুর্যোগ। আজ রাত সাড়ে ১১টার সময় এসএসকেএম থেকে শববাহী গাড়িতে করে সুব্রত মুখোপাধ্য়ায়ের দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। সেখান থেকে কাল সকাল সাড়ে নটা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!