পড়ে রইল একডালিয়ার পুজো, চলে গেলেন সুব্রত

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক: একডালিয়ার পুজো আর সুব্রত মুখোপাধ্যায় যেন সমার্থক সেই ১৯৭০এর দশকের আগে থেকে। সুব্রত ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হন ১৯৭০ নাগাদ। রাজ্যের তরুণতম স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য-সংস্কৃতি মন্ত্রী বা দমকলমন্ত্রী ১৯৭২ নাগাদ। কিন্তু শুধু মন্ত্রিত্ব বা নেতাগিরি নয়, একডালিয়ার পুজোয ‘কাপ্তেনি’ও সুব্রতর মুকুটে একটি বিশিষ্ট পালক।

এ বছরও দুর্গাপুজোয় মেতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। চলে গেলেন কালীপুজোর দিনে। সুব্রত মুখোপাধ্যায়ের চলে যাওয়ার এই দিনের মধ্যেও যেন একটি বৃত্ত সম্পূর্ণ হল। বৃহস্পতিবার মধ্যরাতে একডালিয়া এভারগ্রিনের কর্মকর্তা গৌতম মুখোপাধ্যায় ফোন ধরে বললেন, ‘‘আজ থাক, আজ আর কিছু বলতে পারছি না!’’

প্রাণ দিয়ে নিজের পুজো করেছেন। ক্লাবের ছেলেদের সঙ্গে দেদার আড্ডা মারাও চাই সুব্রতর। রোজ রাত সাড়ে আটটা থেকে দশটা ক্লাবে সুব্রতকে থাকতে হবেই। কলকাতার পুজোয় থিমের রমরমাতেও একডালিয়ার পুজোর চরিত্র কিছুতেই পাল্টাতে দেননি। সুব্রত মুকুজ্জের বাঁধা বুলি, ‘আমি থিম নয়, পুজো করি!’

পড়ে রইল একডালিয়ার পুজো চলে গেলেন সুব্রত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!