রাজ্যে কিছুটা কমল সংক্রমণের সংখ্যা

0 0
Read Time:2 Minute, 4 Second

নিউজ ডেস্ক: স্বস্তি দিচ্ছে রাজ্যের কোভিডগ্রাফ। শনিবার একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। কমেছে সংক্রমণের হারও। বেশ কয়েকদিন পর কলকাতার সংক্রমণ নামল ১০০-র নিচে। সবমিলিয়ে উত্‍সবের মরশুমে স্বস্তিতে রাজ্যে স্বাস্থ্যদপ্তর। শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭০জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। একদিনে মহামারীকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছেন ৭৬৪ জন। সুস্থতার হার রয়েছে ৯৮.২৯ শতাংশই। তবে দৈনিক সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৮১ জন। বেশ কিছুদিন পর ২০০-এর নিচে নামল কলকাতাক দৈনিক সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ১২৬ জন। অন্যান্য সমস্ত জেলাতেই নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তবে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে কালিম্পং (১) ও পুরুলিয়াতে (১)। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭০ হাজার ৫২১ জন। আরও কমেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে তা ৮০২৯। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২২১ টি। এর মধ্যে ২.২১ শতাংশ রিপোর্ট পজিটিভ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!