ভূ-স্বর্গে ছদ্মবেশে লুকিয়ে রয়েছে বহু পাক জঙ্গি

0 0
Read Time:1 Minute, 51 Second

নিউজ ডেস্ক: ভূস্বর্গ বরাবরই জঙ্গিদের নিশানা হয়ে এসেছে। মাঝে কয়েক বছর শান্তি ফিরলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি সমস্যা। একের পর এক সাধারণ নাগরিককেই খুন করছে জঙ্গিরা। এই পরিস্থিতিতেই চাঞ্চল্যকর তথ্য জানা গেল গোয়েন্দা রিপোর্টে। সূত্রের দাবি, জম্মু-কাশ্মীরে বর্তমানে কমপক্ষে ৩৮ জন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে রয়েছে। শুক্রবারই কেন্দ্রের কাছে জমা পড়ে একটি গোয়েন্দা রিপোর্ট, তাতেই এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সন্দেহজানক বেশ কয়েকজনের উপরে নজরদারি করছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, আজই গোয়েন্দা বাহিনীর তরফে ৩৮ জনের একটি নামের তালিকা জমা দেওয়া হয়েছে। এরা সকলেই পাকিস্তানি এবং বর্তমানে কাশ্মীরেই লুকিয়ে রয়েছে তারা। সূত্রের আরও দাবি, এই ৩৮ জন পাক জঙ্গির মধ্যে ২৭ জন লস্কর-ই-তৈবার সদস্য এবং বাকি ১১ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এদের মধ্যে ৪ জন জঙ্গি শ্রীনগরে, ৩ জন কুলগামে লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও পুলওয়ামা ও বারামুল্লাতেও ১০ জন করে জঙ্গি লুকিয়ে রয়েছে। ১১ জন জঙ্গি কাশ্মীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!