রকস্টার মুক্তির ১০ বছর পর এ কী বললেন এ আর রহমান!

0 0
Read Time:2 Minute, 29 Second

নিউজ ডেস্ক: সদ্যই ১০ বছর পূর্ণ করেছে বলিউডের জনপ্রিয় ছবি ‘রকস্টার’। ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল মিট আয়োজন করেছিলেন সুরকার এ.আর রহমান, অভিনেতা রণবীর কপূর, পরিচালক ইমতিয়াজ আলি এবং ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করা সঞ্জনা সাঙ্ঘি। নিজের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও মিট করেন এ.আর রহমান। ‘সড্ডা হক’ হোক কিংবা ‘নাদান পড়িন্দে ঘর আ যা’ হোক, ‘রকস্টার’-র গান ১০ বছর আগেও যেমন শ্রোতাদের মন জিতে নিয়েছিল, তার রেশ এখনও থেকে গিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দর্শকরা অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন যে, এমন সুর তাঁরা আরও চান। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, ”রকস্টার’-র গান অসাধারণ’। সম্প্রতি ১০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও মিটের মাধ্যমে ফের একত্রিত হয়েছিলেন ‘রকস্টার’ ছবির কলাকুশলীরা। হাজির ছিলেন রণবীর কপূর, ইমতিয়াজ আলি, এ.আর রহমান, সঞ্জনা সাঙ্ঘি। সেখানেই উঠে এলো ছবি তৈরির সময়ের নানা গল্প। উঠে এলো কীভাবে তৈরি হয়েছিল ‘সড্ডা হক’ থেকে ‘নাদার পড়িন্দে’। সুরকার এ.আর রহমান স্মৃতিচারণা করে জানাচ্ছেন, কাশ্মীরে যখন ছবির একটি গানের শ্যুটিং চলছে, তখন তিনি বাকিদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁদের কি গান পছন্দ হয়েছে? তখনই পরিচালক ইমতিয়াজ আলি বলেন, ‘না, আমাদের সকলেরই গান পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম, আমাদের সকলেরই তো পছন্দ। কিন্তু তুমি কি গান অন্য কাউকে শুনিয়েছো?’ এ.আর রহমান বলেন, ‘আমি রণবীরের বাবা ঋষি কপূরকে শুনিয়েছি। কিন্তু ওঁর একটা গানও পছন্দ হয়নি। আমারও তেমনটাই প্রত্যাশা ছিল। কারণটাও আমার জানা ছিল। কারণ সমস্ত কিছুটাই খুব জটিল ছিল।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!