উদয়ন গুহর মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

0 0
Read Time:2 Minute, 36 Second

নিউজ ডেস্ক: ভোটাভুটিতে সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাস হয়ে গিয়েছে। বিধানসভায় BSF-র বিরুদ্ধে ‘অশালীন ও নিম্নরুচি’র শব্দ প্রয়োগের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলনে বললেন, ‘ভারতীয় হিসেবে অস্বস্তি হচ্ছিল। একসময়ে মনে হচ্ছিল, আমরা পাকিস্তান বা আফগানিস্তানের কোনও প্রদেশের অ্য়াসেম্বলি বা পার্লামেন্টে বসে আছি’। জন্মলগ্ন থেকেই সীমান্তরক্ষী বাহিনী বা BSF-র কাজের পরিধি ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিমি পর্যন্ত। সম্প্রতি সেই এলাকা পরিধি আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকা জারি করা হয়েছে, ১৫ কিমি নয়, আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিমি এলাকা পর্যন্ত তল্লাশি, বাজেয়াপ্ত, এমনকী গ্রেফতারও করতে পারবেন জওয়ানরা। রাজ্য় পুলিসের এলাকায় কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে বিএসএফ-কে? কেন্দ্রের সিদ্ধান্তে আপত্তি তুলেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজে যখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, তখন সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব আনা হল রাজ্য বিধানসভায়। এদিন ভোটাভুটিতে সেই প্রস্তাব পাসও হয়ে গেল। এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বিধানসভার বিএসএফ-র বিরুদ্ধে অশালীন ও নিম্নরুচির শব্দ প্রয়োগ করা হয়েছে। আমরা পয়েন্ট অফ অর্ডার তুলিনি। দেখছিলাম, অধ্যক্ষ এই কথাগুলি কার্যবিবরণী থেক বাদ দেননি কিনা। ভারতীয় হিসেবে অস্বস্তি হচ্ছিল। একসময়ে মনে হচ্ছিল, আমরা পাকিস্তান বা আফগানিস্তানের কোনও প্রদেশের অ্য়াসেম্বলি বা পার্লামেন্টে বসে আছি’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!