১লা জানুয়ারি পালিত হবে স্টুডেন্ট দিবস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্ক: বরাবরই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য। এবার ১ জানুয়ারিকে স্টুডেন্টস ডে অর্থাত্‍ ছাত্র দিবস হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন, ‘বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উত্‍সর্গ করব আমরা।’ একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই প্রথম উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী-সহ জেলার ডিএম, এসপিরা। সেখানে রাজ্যের প্রকল্পগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর রাজ্যের তরফে আয়োজন করা হবে ছাত্র মেলার। সেখানে মোট ১০ পড়ুয়াকে লোন অর্থাত্‍ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন যাতে শুধু একদিনই নয় ১৫ থেকে ২০ দিন অথবা একমাস অন্তর ছাত্র মেলার আয়োজন করা হয়। এর ফলে পড়ুয়াদের সুবিধা হবে। এরপরই ১ জানুয়ারিকে ছাত্র দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, পড়ুয়ারাই আমাদের ভবিষ্যত্‍। তাই বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উত্‍সর্গ করছি। ওই দিন আরও একটা মেলার আয়োজন করার পরামর্শ দেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!