গেরুয়া শিবিরে গুরুত্ব বাড়ল ভারতী ঘোষের

0 0
Read Time:2 Minute, 37 Second

নিউজ ডেস্ক: দায়িত্ব বাড়ল ভারতী ঘোষের। বিজেপির জাতীয় স্তরে মুখপাত্র হিসাবে ঘোষণা করা হল ভারতী ঘোষের নাম। রবিবারই তাঁর নাম ঘোষণা করেছে দল। পর পর দু’টি ভোটে হেরে বঙ্গ বিজেপিতে একেবারে পিছনের সারিতে চলে গিয়েছিলেন ভারতী। ভোটের ফল প্রকাশের পর দলের এত লড়াই আন্দোলন, সেখানে দেখা যায়নি প্রাক্তন এই দাপুটে আইপিএস অফিসারকে। সেই ভারতীই এবার বিজেপির জাতীয় স্তরে মুখ। শুধু পশ্চিমবঙ্গই নয়, এ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেই সংগঠনের হয়ে কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ২০১২ সাল। তখন ক্ষমতায় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের আইপিএস ছিলেন ডাকাবুকো ভারতী। তাঁকে ঝাড়গ্রামের পুলিশসুপার করেন মমতা। পরের বছর মেদিনীপুরের পুলিশসুপারের দায়িত্ব দেন ভারতীকে। প্রায় পাঁচ বছর বিস্তীর্ণ জঙ্গলমহলের পুলিশি নিরাপত্তার দায়িত্ব ছিল ভারতী ঘোষের কাঁধেই। এই সময়ের মধ্যেই একবার জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে তৎকালীন পুলিশসুপার ভারতী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করেছিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক দানা বাধে।খাকি উর্দিতে এক সময় জঙ্গলমহল দাপিয়ে বেরিয়েছেন ভারতী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পছন্দের পুলিশ সুপার ছিলেন ভারতী। এক সময়ের মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে মমতার ভরসার মুখ ছিলেন ভারতী ঘোষই। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটের আগে হঠাৎই বিজেপিতে যোগ দেন ভারতী ঘোষ। ঘাটাল থেকে দেবের বিরুদ্ধে প্রার্থী করা হয় ভারতীকে। প্রচারে ঝড় তুলেছিলেন সে বার। তবে ভোটের বাক্সে সে ঝড়ের কোনও প্রতিফলন দেখা যায়নি। হেরে যান দেবের কাছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!