স্থগিতাদেশ নয় কলকাতা পুরভোটে, জানাল হাইকোর্ট

0 0
Read Time:2 Minute, 7 Second

নিউজ ডেস্কঃ নির্দিষ্ট সময়েই হবে কলকাতা পুরভোট৷ নির্বাচনে কোনও স্থগিতাদেশ নয়৷ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ সেই সঙ্গে বকেয়া পুরভোটগুলি শীঘ্র করানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল পুরভোটের শুনানি৷

রাজ্যের সবকটি পুরসভায় এক সঙ্গে ভোট করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিরোধী শিবির৷ সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা-সহ রাজ্যের পুরভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে বলেও দাবি জানিয়েছিল৷ কিন্তু এই মামলায় কমিশনের তরফে জানানো হয়, তাদের কাছে এম১ ও এম২ ইভিএম রয়েছে৷ তাতে ভিভিপ্যাটের সুবিধা নেই। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভিভিপ্যাটের সুবিধাযুক্ত এম৩ ইভিএম শুধু লোকসভা ও বিধানসভা ভোটেই ব্যবহার করা হয়। পুরভোট সহ যাবতীয় স্থানীয় নির্বাচনে এম১ এবং এম২ ইভিএম ব্যবহার করা হয়৷

এদিন আদালত আরও জানিয়েছে, তারা আশা করছে, বকেয়া পুরভোটগুলিও অতি সত্ত্বর শেষ করবে কমিশন। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ পাশাপাশি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলার শুনানিও পিছিয়ে বুধবার করা হয়েছে। শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!