ফের রাজ্যে চালু আংশিক বিধিনিষেধ

0 0
Read Time:1 Minute, 57 Second

নিউজ ডেস্কঃ ফের রাজ্যে চালু বিধিনিষেধ। সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে সেলুন, স্পা, জিম, বিউটিপার্লাস সোমবার থেকে বন্ধ থাকবে৷ সমস্ত পর্যটনকেন্দ্র বন্ধ করা হচ্ছে৷ সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হচ্ছে৷ শপিং মনে ৫০ শতাংশের বেশি প্রবেশ করতে পারবে না৷ ৫০ শতাংশ আসন নিয়ে লোকাল ট্রেন চলাচল করবে৷ তবে, সন্ধ্যা ৭টার পর থেকে কোনও লোকাল ট্রেন চলবে না৷ দূরপাল্লা ট্রেন আগের মতো চলবে৷ যে কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি রাখা হচ্ছে৷ বাজার খোলা থাকবে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ রেস্তোরাঁ, পানশালা আগের মতোই খোলা থাকবে, তবে ৫০ শতাংশ গ্রাহক সেখানে প্রবেশ করতে পারবেন৷ বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি রাখা হচ্ছে৷ মৃতদেহ নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন৷ বন্ধ থাকবে স্কুল কলেজ।

আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির চালু হবে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজ৷ তবে, স্কুল-কলেজ বন্ধ থাকলেও ৫০ শতাংশ হাজিরা থাকবে শিক্ষক-শিক্ষাকর্মীদের৷ একই সঙ্গে লোকাল ট্রেনেও জারি হয়েছে বিধিনিষেধ৷ ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!