বেজে উঠলো শীতের বিদায় ঘন্টা

0 0
Read Time:1 Minute, 43 Second

নিউজ ডেস্ক:বেজে উঠল শীতের বিদায় ঘন্টা।।এই মরশুমে বিদায়ের পথে শীত। আপাতত জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা আর নেই। সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায়। বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের আবহবিদরা মনে করছেন, শনিবার সারাদিনও বৃষ্টি চলতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই বদল বলে জানাচ্ছেন তারা।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবংমুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!